• সাহিত্যে

    ‘কাব্য ভান্ডার’ কলমে-প্রণব মন্ডল

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২১ , ৬:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ

    কবিতা: কাব্য ভান্ডার
    কলমে: প্রণব মন্ডল

    ধর্ম যুদ্ধ শুরু হয়েছে
    দিশারী হয়েছে কৃষ্ণ,
    তোমার হৃদয় ভুবনে বুনেছি বীজ
    কাব্যের ভান্ডারে ভরি রোজ,
    নয়ন উচ্ছ্বাসে উপচে পড়বে
    বারি ধারা ফুটবে অঙ্কুরি।
    নব পথ ধরে চলেছে সে দূরে
    রাখিবে কে তারে ধরি,
    সাবধান পার্থ তোমার ভান্ডার
    লুটিবে এবার এসেছে কান্ডারী দল,
    ঘুচাবে অন্ধকার জাগাবে আলোর রশ্মি
    অস্ত্র না হাতে মোদের
    কাব্য পড়িবে রাশি রাশি:
    কাব্য ভান্ডার তব স্মরণে ছাড়াই
    কষ্টে আসিয়া কন্ঠে জড়াই,
    কাব্য ভান্ডার বিশ্বে দ্বারে ছড়াবে জ্যোতি
    বিশ্বের কাছে এই মিনতি;
    বিশ্বের কাছে কাব্য মোর হয়েছে উদয়
    পুরনো ধারায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ