• রাজশাহী বিভাগ

    কাজীপুরে ভ্যাকসিন বিহীন কুকুরের আনাগোনা বেড়ে যওয়ায় বিপাকে পড়েছে পথচারিরা

      প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৮:০৭:৫৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জ কাজীপুর উপজেলায় ভ্যাকসিন বিহীন কুকুরের আনাগোনা বেড়ে যওয়ায় বিপাকে পড়েছে পথচারিরা। সরকারি ভাবে কুকুর নিধন বন্ধ করে জীববৈচিত্র রক্ষায় চালুকরা হয়েছে কুকুরের শরীরে ভ্যাকসিন প্রয়োগ। কিন্তু দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারে গ্রাম পাড়া মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে গুরুত্বপুর্ন এলাকায় দল বেধে থাকা বেওয়ারিশ কুকুরের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছেনা। গত শুক্রবার ২ ডিসেম্বর ২০২২ উপজেলা ঘুরে জানাযায় প্রতিদিন কোন না কোন এলাকায় মানুষ কুকুরের আক্রমনের শিকার হচ্ছেন। এলাকার বিভিন্ন হাট বাজারে গুরুত্বপুর্ন জায়গায় কুকুর জটলা বেধে অবস্থান করায় পথচারিরা স্বাভাবিক গতিতে চলতে পারছেনা। আবার অনেকেই কুকুরের দল দেখে ভিন্ন রাস্তা দিয়ে পথ চলছেন। সোনা মূখী গ্রামের এক কৃষক বলেন কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারন মানুষ ও স্কুল পড়ু–য়া ছেলে মেয়ে ভয়ে ভয়ে পথ চলছে। বিশেষ করে ব্রয়লার মুরগীর দোকান গুলোর সামনে কুকুরের আনাগোনা বেশি। উপজেলা প্রানীসম্পদ র্কমর্কতা জানান সরকারি র্নিদেশ ক্রমে এর আগে কুকুরের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আবারও র্নিদেশনা পেলে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তবে কেউ কুকুরের আক্রমনের শিকার হলে বিনামুল্যে ভ্যাসিন নেওয়ার ব্যাবস্থা রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ