• Uncategorized

    আজ ৫ এপ্রিল লকডাউনের প্রথম দিন রংপুর সড়কে ব্যস্ততার জনসমাগম

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২১ , ৩:৫৩:২৬ প্রিন্ট সংস্করণ

    করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে আক্রন্ত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় আজ থেকে শুরু হলো সাত দিনের লকডাউন।
    লকডাউনের প্রথম দিনে রংপুরের সড়ক গুলোতে হঠাৎ হঠাৎ দু-একটি বাস চলতে দেখা যায়।
    প্রথম দিকে যানবাহন কম দেখা গেলেও বেলা বারার সঙ্গে সঙ্গে অনেক বেড়েছে রিকশা, অটো,প্রাইভেটকার ও মোটরসাইকেলেট সংখ্যা বেড়ে যায়।
    এছাড়া রাস্তাঘাটে জনসগম ও দেখা গেছে অনেক মানুষ স্বস্থ্যবিধি না মেনে রাস্তায় বের হয়েছে সামাজিক দুরত্ব মানছে না রংপুরে অনেক সাধারণ মানুষ স্বাভাবিক দিনের মতোই মানুষের ভির দেখা গেছে রংপুর নগরির অনেক জায়গায়।

    দেশে মহামারি করোনা ভাইরাসের সর্বশেষ২৪ ঘন্টায় ৫২ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার৩১৮ জন আর সর্বশেষ২৪ ঘন্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ৭ হাজার৭৫ জন করোনার রোগী শনাক্ত হয়েছে।
    এ নিয়ে দেশে মোট ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন করোনার রোগী শনাক্ত হয়েছে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ