• Uncategorized

    অমাবস্যার প্রহর-লেখক ও কবি শিহাব অাহম্মেদ

      প্রতিনিধি ১৭ জুলাই ২০২০ , ৮:৫৯:২৭ প্রিন্ট সংস্করণ

    অমাবস্যার প্রহর

    লেখক ও কবি-শিহাব অাহম্মেদ প্রাং 

    সেদিনও দু’চোখ ভরা স্বপ্ন ছিল

    বিশ্বাস অবিশ্বাস ভরা গন্ধ ছিল।

    হারিয়ে ফেলেছিলাম হীতবুদ্ধি

    কফিনে পুঁতে ছিলাম পেরেক।

     

    করোনা আতঙ্কে কাপঁছে বিশ্ব

    জ্বর,গলাব্যথা,শুষ্ককাঁশি শ্বাস-

    চারদিকে ভয়ার্ত মৃত্যুর মিছিল,

    এক মহাকবির প্রেমের সমাধি।

     

    সাদা কাফনের কাপড়ে মোড়া

    এলোমেলো পড়ে আছে লাশ,

    গোসল জানাযায় যে কেউ নেই

    দাফনকাজ এক করুন ইতিহাস।

     

    আজ সময়ের সিড়িতে পিছিয়ে

    তাকিয়ে দেখি জ্যোৎস্নার কান্না!

    পূর্ণিমার চাঁদ মনে সুখ দেয়না,

    হৃদয়ের গহীনে অজস্র কষ্টঝড়।

     

    সমুদ্রের তটে ছুটে চলা থেমেছে

    প্রকৃতির নৈস্বর্গ বিষাদে মিশেছে।

    বাতাসে বয়ে বেড়াচ্ছে মেছোগন্ধ,

    মানুষের স্বপ্নগুলো ডুবে নিঃশব্দে।

     

    এক টুকরো কালোমেঘ আকাশে

    পৃথিবীর সমস্ত সুখ কেড়ে নিলো।

    এক করোনা দেখতে কদম ফুল,

    তার মুঠোতে যেনো এ বিশ্ব কূল।

     

    নানা শরীরী যন্ত্রণা মনুষ্যদেহ জুড়ে

    ভয়ঙ্কর বেদনার ঢেউ আছরে পড়ে।

    সময়ের স্রোতে যে মৃত্যুর প্রতীক্ষা,

    অমাবস্যার ধ্বস হবে তার সমীক্ষা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ