• আইন ও আদালত

    অবৈধ অস্ত্র সংরক্ষণের দায়ে ১০ বছরের কারাদন্ড

      প্রতিনিধি ২০ জুন ২০২২ , ৪:৫৯:১৪ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ

    নাটোরের বড়াইগ্রামে অবৈধ অস্ত্র সংরক্ষণ সহ নিজ হেফাজতে রাখার মামলায় মশিউরকে (৩৮) ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গত: বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন।মশিউর রহমান বড়াইগ্রাম উপজেলার লক্ষীপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

    মামলার এজাহার সুত্রে জানা যায়,২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমানের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মশিউরের বাড়ীর পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শুটার গান ও দুই রাউন্ড গুলি সহ পরে মশিউরকে আটক করা হয়।

    এ ঘটনায় মশিউরের বিরুদ্ধে অস্ত্র সংরক্ষণ ও নিজ হেফাজতে রাখার দায়ে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। প্রায় সাড়ে তিন বছর পর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে বিচারক মশিউরকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ