• Uncategorized

  পটুয়াখালীর মহিপুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ।

    প্রতিনিধি ৯ এপ্রিল ২০২১ , ৫:৪২:৪৬ প্রিন্ট সংস্করণ

  পটুয়াখালীর মহিপুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ।

  পটুয়াখালীর মহিপুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে ও বরপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত রাসেল (২৫), সেলিম (৩০) ও হাসানকে (২৬) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  শুক্রবার (৯ এপ্রিল) দুপুর তিনটার দিকে বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র।
  স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ছেলে পক্ষ মেয়েকে তুলে আনেন।
  বাড়িতে মেয়েকে নিতে আসেন। খাওয়া দাওয়ার আগে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
  মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ