• Uncategorized

    বরগুনার আমতলীর ৬টি ইউপি’তে চেয়ারম্যান ৫১, সাধারণ সদস্য ২২৪ ও সংরক্ষিত সদস্য পদে ৮৫ জনের মনোনয়নপত্র দাখিল

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২১ , ৪:১২:০০ প্রিন্ট সংস্করণ

    বরগুনার আমতলীর ৬টি ইউপি’তে
    চেয়ারম্যান ৫১, সাধারণ সদস্য ২২৪ ও সংরক্ষিত সদস্য পদে ৮৫ জনের মনোনয়নপত্র দাখিল
    বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান পদে ৫১ জন, সাধারণ সদস্য পদে ২২৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন মনোয়নপত্র দাখিল করেছেন।
    সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যরা তাদের কর্মী- সমর্থকদের নিয়ে মিছিল সহকারে মনোনয়নপত্র দাখিল করেন।
    উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নে- চেয়ারম্যান পদে ১২জন। এইচ. এম. মনিরুল ইসলাম (আ’লীগ), মোঃ নুরুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ শফিউল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ কাইয়ুম আহম্মেদ, মোঃ আসাদুর রহমান, মোঃ তোফাজ্জেল হোসেন, মোঃ গোলাম ফারুক, মোঃ রেজাউল কবির, মোঃ আঃ খালেক হাওলাদার, মোঃ এনায়েত হোসেন, মোঃ মোশারেফ হোসেন মোল্লা। সাধারণ সদস্য পদে ৩১ ও সংরক্ষিত সদস্য পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
    কুকুয়া ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৬জন। বোরহান উদ্দিন আহমেদ (আ’লীগ), মোঃ মাহবুব উল আলম, মোঃ ফজলুর হক, এ.কে.এম আঃ রশিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ কায়েসুর রহমান, ইকবাল হোসেন। সাধারণ সদস্য ৩৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
    আঠারগাছিয়া ইউনিয়নে- চেয়ারম্যান পদে ৫জন। মোঃ হারুন অর রশিদ (আ’লীগ), মোঃ রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম খোকন, আঃ বারেক তালুকদার, মোঃ আঃ লতিফ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। সাধারণ সদস্য ৪৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
    হলদিয়া ইউনিয়নে-চেয়ারম্যান পদে ৮জন। মোঃ শহিদুল ইসলাম মৃধা (আ’লীগ), মোঃ আসাদুজ্জামান, আবু তাহের মোঃ হাবিবুল্লাহ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ শাহজাদা, ইলিয়াছ মৃধা, মুজাহিদুল ইসলাম, আবু তাহের, আঃ ছালাম মোল্লা। সাধারণ সদস্য পদে ২৯ ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
    চাওড়া ইউনিয়নে- চেয়ারম্যান পদে ১০জন। মোঃ আখতারুজ্জামান খান (আ’লীগ), তরিকুল ইসলাম নিপু, মোঃ আবদুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ মহসীন হাওলাদার, মোঃ মঈনুল ইসলাম, মোঃ ফারুক গাজী, মোঃ নজরুল ইসলাম গাজী, মোঃ মহিউদ্দিন হাওলাদার (জাসদ), মোঃ আলতাফ হাওলাদার, আলমগীর কবির। সাধারণ সদস্য ৪০ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
    আড়পাংগাশিয়া ইউনিয়নে- চেয়ারম্যান পদে ১০জন। সোহেলী পারভিন (আ’লীগ), মোঃ মাহাবুবুর রহমান জাফর, মোঃ হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ, মোসাঃ মজিবুন নেছা, মোঃ রাকিবুল হাসান দেলোয়ার, মোঃ সদরুল ইসলাম মানিক, মোঃ হাছান গাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ রাকিবুল হাসান, মোঃ হারুন অর রশিদ। সাধারণ সদস্য ৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
    আগামী ১৯ মার্চ মনোনয়নপত্রসমূহ বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ ও আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হইবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ