• Uncategorized

    মৌলভীবাজার জেলা শহরে করোনাকে না মেনে সাধারন মানুষের ক্রেতাদের ভিড়, মানছে না করোনা ভাইরাস।

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২১ , ৬:০৬:২১ প্রিন্ট সংস্করণ

    দেলোয়ার হোসেন তরফদার-সিলেট বিভাগ ব্যুরো প্রধান:

    মৌলভীবাজার জেলা শহরে করোনা বাইরাস কে সাধারন মানুষ মানছেন না লকডাউন,মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে রোজার কেনাকাটা করতে গিয়ে মানুষের ঢ্ল নেমে আসে মৌলভীবাজার জেলা শহরে। আজকে দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভা এম সাইফুর রহমান রোডে গাড়ী এবং রিক্সার এত জাম ছিল যা আগে কার সময়ের তুলনায় তিনগুন বেশি চোখে পড়ে, সাধারন মানুষের মনে প্রথম রামাদান থেকে সরকারের কটুর নিদেশ লকডাউন চলবে কড়াকড়ি ভাবে,তাই পুরা মাসের খরচ নিতে মানুষ জেলা শহরে উপড়ে পড়া ভিড় চোখে পড়ে।

    সাধারন মানুষের এটা মনে করে সরকার যেভাবে লকডাউন দিচ্ছে আগামী কিছু পাবে কি না তা বুঝতে পারছে না,তবে লকডাউন শুধু জেলা শহরে চোখে পড়ে, বাকি উপজেলা গুলোতে গ্রামের বাজার গুলোতে রাত ১১ পযন্ত দোকান পাঠ খোলা রাখিয়া নিয়মিত বেছাকেনা চলছে।মৌলভীবাজার জেলায় বাংলাদেশের মাঝে করোনা বাইরাস প্রথম স্তানে থাকলে ও সাধারন মানুষ সচেতন না থাকায় করোনা আরও বাড়বে বলে গুনিজনের আশংকা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ