• Uncategorized

  করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বনাথের ইউএনও বর্ণালী পাল

    প্রতিনিধি ১৭ মার্চ ২০২১ , ৪:১৮:৪৫ প্রিন্ট সংস্করণ

  করোনায় আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল। কোন উপসর্গ না থাকার পরও তিনি করোনায় আক্রান্ত হয়েছে। করোনা পরীক্ষার জন্য ১৩ মার্চ নমুনা জমা দেন ইউএনও বর্ণালী পাল। নমুনা পরীক্ষা শেষে মঙ্গলবার (১৬ মার্চ) রাতে আসা রিপোর্টে তিনি করোনা পজেটিভ হন।

  ইউএনও বর্ণালী পাল করোনা পজেটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা বলেন, করোনা সনাক্তের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।

  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বিশ্বনাথ উপজেলায় মোট ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে, ২১০ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে ৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ