• Uncategorized

    মতলব উত্তরে আমার বাড়ি আমার খামারের উদ্যোগে  কোভিড-১৯ ক্ষতি গ্রস্থদের কর্ম সৃজন ও সাধারণ ঋণ বিতরণ

      প্রতিনিধি ২ নভেম্বর ২০২০ , ১১:২৪:১৯ প্রিন্ট সংস্করণ

    মো.তুহিন ফয়েজঃ

    মতলব উত্তর উপজেলার আমার বাড়ি আমাৱ খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক এর আয়োজনে  কোভিড-১৯ ক্ষতি গ্রস্থদের মাঝে কর্ম সৃজন ও সাধারণ ঋণ বিতরণ করা হয়েছে ৷ মোট ১৮জন সদস্যের মাঝে ৫০ হাজার টাকা করে ৯ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয় ৷

    ২ নভেম্বর সোমবার সকালে এখলাছপুরে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক মতলব উত্তর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মাঠ সহকারী মোঃ ইকবাল হোসাইন ও রুহুল আমিনের সঞ্চালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ ৷

    এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ( ভুমি)  আফরোজা হাবিবা শাপলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গ জেব,এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোছাদ্দেক হোসেন মুরাদ, এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রেহেন উদ্দিন নেতা,এখলাছপুর ইউনিয়ন পরিষদের সচিব করিম আহমেদ দীপু, ইউপি সদস্য মোঃ আবু মুছা,মিন্নত আলী বেপারী,মোশারফ হোসেন,সংরক্ষিত মহিলা সদস্য তফুরা বেগম,সাবেক সদস্য  হোসনে আরা  বেগম হাসু , থানা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক,এখলাছপুর ইউপি মহিলা লীগের সভানেত্রী  নাজমা বেগম, ইউপি অফিস সহকারী মোঃ বাদল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

    ঋণ বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ এখলাছপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত, ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শ  করেন ৷ এ সময় উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের হাতে ফুলের তোরা  দিয়ে শুভেচ্ছা  জানান এথলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোছাদ্দেক  হোসেন মুরাদ ৷

    পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ এখলাছপুরে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজ ও মেঘনা নদীতে মা ইলিশ নিধন না করা ও মৎস জীবিদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করা হয় ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ