• ঢাকা বিভাগ

    প্রায় ২ ঘণ্টা বিপর্যয়ের পর গ্রামীণফোনের নেটওয়ার্ক এখন স্বাভাবিক

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:২৫:৩৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ ইব্রাহীম মাহমুদ-ঢাকা

    দেশের দুই জেলায় (টাঙ্গাইল ও সিরাজগঞ্জ) তিনটি এলাকায় রাস্তা সংস্কার কাজের জন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এতে নেটওয়ার্ক বিপর্যয় ঘটে।

    বেলা সাড়ে ১১টা থেকে এই নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। গ্রামীণফোনের গ্রাহকরা জানান, ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গ্রামীণফোন ব্যবহারকারীদের মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এতে কোথাও কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না
    প্রায় আড়াই ঘণ্টা নেটওয়ার্ক বিভ্রাটের পর মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের গ্রাহকসেবা ক্রমশ সচল হতে শুরু করেছে।
    দুপুর পৌনে ২টার দিকে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে। গ্রাহকরা কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
    গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার এতথ্য নিশ্চিত করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ