• শিক্ষা

    ঢাবির অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় নির্বাচন শেষ দিন আজ ফলাফল যেকোনো দিন।

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ৮:১৩:৪৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ ইব্রাহীম মাহমুদ-কবি নজরুল ক্যাম্পাস প্রতিনিধি:

    ঢাবির অনলাইন সূত্রে জানা যায়, সাত কলেজের ২০২১-২০২২ সেশনের বিষয়ে নির্বাচন শেষ দিন আজ বিকেল ৫টায় । প্রথম মেধা তালিকা প্রকাশ হবে ১৫ সেপ্টেম্বর (সম্ভাব্য)।
    এর আগে গত বুধবার (১৭ আগস্ট) রাতে ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের সাবজেক্ট চয়েসের বিষয়ে জানানো হয়েছিল।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অনলাইনে কাগজ ও বিষয়সমূহের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

    উল্লেখ্য এর আগে গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ গুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ