• আইন ও আদালত

    ৯৯৯ এ ফোন করে মিথ্যা তথ্য দেওয়ায় যুবক আটক

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২২ , ১০:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ

    জুনায়েদ কামাল-নোয়াখালী জেলা প্রতিনিধি:

    দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের আনোয়ার হোসেন (৩৫) ৯৯৯ এ ফোন দিয়ে মিথ্যে তথ্য দেওয়ায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
    নোয়াখালী সদর উপজেলার ০৯নং কালাদরাপ ইউনিয়নের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন (৩৫) পিতা মৃত আবুল কাসেম মাতা হোসনে আরা বেগম । শনিবার ১২/১১/২২ রাত ১টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানান যে,তার স্ত্রী জেসমিন আক্তার ধর্ষণের শিকার হয়েছে। ৯৯৯ এর মাধ্যমে উক্ত সংবাদ পেয়ে সুধারাম থানার এস.আই মাঈন উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারেন যে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

    গ্রেফতারকৃত আনোয়ারও স্বীকার করেন যে, তিনি মজা করার জন্য ৯৯৯ এ ফোন করেছেন। আনোয়ার হোসেন এর পূর্বেও ৯৯৯ এ ফোন করে এরকম মিথ্যা তথ্য দিয়ে, পুলিশকে হয়রানি করে আসছিল। মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানিসহ মিথ্যাকে সত্য বলে সরবরাহ করা ও ধর্তব্য অপরাধ জড়িত সন্দেহে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ