• সাহিত্যে

    ২০২২ বইমেলায় প্রকাশিত হচ্ছে “ব্রেইন গেইম”

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ৪:১৩:৪৫ প্রিন্ট সংস্করণ

    আসিফ খন্দকারঃ

    অমর একুশে বইমেলা-২০২২ এ অন্বেষা প্রকাশনের ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে তরুণ লেখিকা সাজিয়া জাহান সিনহার নন ফিকশন বই “ব্রেইন গেইম”।অন্বেষা প্রকাশন এর এবছর প্রকাশিত নন ফিকশন বইগুলোর মধ্যে এটি অন্যতম। বইটির সম্পর্কে লেখিকা সাজিয়া জাহান সিনহা বলেন, “আলহামদুলিল্লাহ, ‘ব্রেইন গেইম’ আমার স্বপ্নের বাস্তবরূপ।আমার প্রথম বই।একটা বই,একজন লেখকের কাছে সন্তানের মত। আমার দীর্ঘদিন এর পরিশ্রম এর ফল ‘ব্রেইন গেইম’ প্রথম বই ।অনেক হাসি -কান্না,দুঃখ-বেদনা মিশ্রিত স্মৃতি আছে বইটার সাথে।মস্তিস্ককের নিউরন গুলোকে কাজে লাগিয়ে এবার হবে স্কিল ডেভেলপমেন্ট, পারসোনাল গ্রোথ, ক্যারিয়ার গ্রোথ, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টসহ আরো অনেক কিছু! It’s all about…Brain Game.”

    প্রতি বছর বইমেলায় প্রকাশ পায় অসংখ্য তরুণ লেখকের বই । এবারের বইমেলা কিছুটা দেরিতে শুরু হওয়াতে বইমেলা শুরুর আগেই প্রকাশিত হয়েছে “ব্রেইন গেইম।”আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলার ৩১নং প্যাভিলিয়ন, অন্বেষা প্রকাশন থেকে সংগ্রহ করতে পারবেন বইটি । বর্তমানে রকমারি ডট কম সহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাচ্ছে ব্রেইন গেইম।

    লেখিকা সাজিয়া জাহান সিনহার জন্ম ২ই এপ্রিল ঢাকার মগবাজারে।লেখালেখির পাশাপাশি আবৃত্তি, উপস্থাপনা,ড্রইংসহ শিল্প-সাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছেন।বিভিন্ন রকম নন-প্রফিটেবল সংগঠনে সেবামূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।বর্তমানে Mentorian নামক এডুকেশন প্লাটফর্ম এ ইন্সট্রাক্টর এবং Advertainment নামক Digital Agency তে হেড অফ কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে কাজ করছেন।বিভিন্ন ওয়েবসাইট এ লিখেন ব্লগার হিসেবে।লেখালেখির মধ্যে দিনরাত ডুবে থাকার এই প্যাশন নিয়ে জীবনে এগিয়ে যেতে চান তিনি। তারজন্য দৈনিক আলোকিত ৭১ সংবাদের পক্ষ থেকে রইলো শুভ কামনা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ