• রাজশাহী বিভাগ

    সুজানগর পৌরসভার কর্মচারী আল আমিনের দাফন সম্পন্ন

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২২ , ১২:৫৭:৩৩ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    সুজানগর পৌরসভার টিকাদানকারী আল আলামিনের মৃত্যুতে পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের কালো ব্যাচ ধারণ ও শ্রদ্ধাঞ্জলিতে চিরবিদায় নিলেন আল আমিন। সোমবার দুপুরে রাজনৈতিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুজানগর পৌরসভার কর্মচারী আল আমিন হোসেন (৩৫) কে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার সকালে আল আমিনের মরদেহ সুজানগর পৌরসভার সামনে রেখে পৌর কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় প্রধান সড়ক অবরোধ করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।এ সময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিক্ষিপ্ত জনতা কে দ্রুত বিচারের আশ্বস্ত করেন।

    মরহুম আল আমিনের সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে ভবানীপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন , পাবনা—২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার ভূমি মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মাসুদ আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান ,পৌরসভার সচিব গোলাম নবী সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য মরহুম আল আমিন সুজানগর পৌরসভার রাধানগর এলাকার আব্দুস সাত্তার ছেলে ও পৌরসভার টিকাদান কারী পদে চাকুরী করতেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ