• রাজশাহী বিভাগ

    সুজানগরে বিভিন্ন কর্মসূচির মধ্যে পালিত হলো জননেতা আবুল কাশেম মাস্টারের ৬ ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ৯:৫৯:১৯ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান জননেতা আবুল কাশেম মাস্টারের ৬ ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার‌ থেকে শোক র্যালী টি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবুল কাশেম মাস্টারের কবরে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক ও দোয়া শেষে অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম আবুল কাশেম মাস্টারের কনিষ্ঠতম পুত্র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের আমন্ত্রণে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট শাজাহান আলী খান, শিক্ষাবিদ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ফিরোজ হোসেন, সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন প্রমুখ।এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ মন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ ফখরুক কবীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাবেক চেয়ারম্যান বাদশা, আমিনুল ইসলাম, রবিউল হক টুটুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাজাহান আলী, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহাতাব উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, মরহুম আবুল কাশেম মাস্টারের জেষ্ঠপুত্র শামসুজ্জোহা বুলবুল, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ শাওন, রবিন হাসান সম্রাট, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য
    বর্ষিয়ান জননেতা মরহুম আবুল কাশেম মাস্টার আওয়ামী লীগের দুর্দিনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতির হাল ধরেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন অবস্থায় ২০১৭ সালের ১ অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি তার রাজনৈতিক ও সামাজিক জীবনে সাধারণ মানুষের দুর্দিনে পাশে থেকে সেবা করে গেছেন। তিনি রাজনৈতিক ভাবে সুবিধা নিয়ে কখনো ভোগ বিলাসিতা করেনি, তিনি সুজানগর উপজেলার আওয়ামী লীগকে সংগঠিত করে রেখেছিলেন। বর্ষিয়ান এই নেতা মৃত্যুবরণ করার পর দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ তার জানাজা নামাজে অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছিলেন। তিনি কত জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন তার রাজনৈতিক জীবন অনুসরণ করে উপজেলা আওয়ামী লীগের হাল ধরেছেন। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ। দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওঃ সিদ্দিকুর রহমান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ