• Uncategorized

    সুজানগরে বাল্য বিবাহে সামাজিক শান্তি প্রচরণা বিষয়ক কর্মশালা

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৫২:৩৪ প্রিন্ট সংস্করণ

    পাবনা প্রতিনিধি

    সুজানগরে বাল্যবিবাহ, যৌতুক,যৌন হয়রানি এবং শান্তি প্রচরণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগরে সিসিডিবির প্রশিক্ষণ কক্ষে সামাজিক ও ধর্মীয় নেতা,গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল শিক্ষক এবং ফোরাম নেতৃবৃন্দের অংশগ্রহণে ও সিসিডিবি – সিপিআরপি সহযোগিতায় বাল্য বিবাহে সামাজিক শান্তি প্রচরণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আমিন উদ্দিন,সাব ইন্সপেক্টর প্রদীপ কুমার সরকার। সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডীর সভাপতিত্বে ও প্রোগাম অফিসার পিটার সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, প্রশিক্ষক মাসুমা ফেরদৌস, প্রধান শিক্ষক আব্দুল কাদের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, সমিতির সভানেত্রী রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক অনিমা রাণী বিশ্বাস, সহকারী শিক্ষক আজিজুল রহমান,ইউপ সদস্য আব্দুর রহিম, শহিদুল ইসলাম, গ্রাম প্রধান বাকি বিল্লাহ, ব্যবসায়ী হারুনার রশিদ প্রমুখ।সিসিডিবি সিপিআরপির ৪ টি ইউনিয়নের ৩৩ সমিতির মাধ্যমে কাজ করে যাচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ