• Uncategorized

    সিরাজদিখানে মসজিদের সিন্দুক ভেঙে টাকা চুরি

      প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৫৩:৪৪ প্রিন্ট সংস্করণ

    সিরাজদিখানে মসজিদের সিন্দুক ভেঙে টাকা চুরি।

    মুন্সীগঞ্জ সিরাজদিখান লতব্দী খিদিরপুর জামে মসজিদের সিন্দুকের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ফজরের নামাজের আগে উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের খিদিরপুর জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল সড়কের পাশের খিদিরপুর জামে মসজিদের দরজার তালা ভেঙে ও জানালার গ্রিল ভেঙ্গে চোরেরা মসজিদে ঢুকে। এ সময় চোরের দলরা মসজিদের মূল্যবান মালামালের পাশাপাশি নগদ টাকার বড় দানবাক্সটি ও ১২টি ছোট দান বক্স লুট করে নিয়ে নেয়। ওই সময়ে মসজিদের ভেতর থেকে অর্ধলক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়। জানা যায়, ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদের ঈমাম মাওলানা মোঃ বশির আহম্মেদ সিন্দুকের তালা ভাঙা দেখেন। পরে বিষয়টি মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন পিন্টুকে ও সিরাজদিখান থানা পুলিশকে অবগত করেন। তবে সিন্দুকে ও দান বাক্স গুলোতে কী পরিমাণে টাকা ছিল সে বিষয়ে সঠিক কোনো তথ্য জানাতে পারেনি মসজিদের খাদেম ও ঈমাম মাওলানা মোঃ বশির আহম্মেদ । স্থানীয় বাসিন্দা ও ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সরকার মিজান জানান, সম্প্রতি এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পরপর বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলেও এর কোনো প্রতিকার না হওয়ায় চোরের দল বেপরোয়া হয়ে উঠেছে। সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ এস এম জালাল উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ