• ঢাকা বিভাগ

    সিটি নির্বাচনেও ব্যালট ব্যবহার করতে হবে-মাওলানা গাজী আতাউর রহমান

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৫:৫৪:১৮ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    জাতীয় নির্বাচনে সকল আসনেই ব্যালট ব্যবহার করা হবে এবং আসন্ন পাঁচটি সিটি নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রশ্ন রেখে আজ এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসে কোন যুক্তিতে এবং কাদের স্বার্থে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হল তা আমাদের বোধগম্য নয়।

    বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশনের যদি সুষ্ঠু নির্বাচনের সদিচ্ছা থাকে, তাহলে জাতীয় নির্বাচনের মত আসন্ন পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনেও ব্যালট ব্যবহার করতে হবে। ইভিএম-এর ব্যবহার যে ভোটারদের জন্য কতটা বিঢ়ম্বনাপূর্ণ এবং ভোট গ্রহণে কতটা ধীর গতিসম্পন্ন তা সর্বশেষ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দেশবাসী প্রত্যক্ষ করেছে। রংপুরে ইভিএম বিঢ়ম্বনার কারণে অনেক ভোটার কেন্দ্র থেকে ভোট না দিয়েই ফিরে গেছেন, এমনকি সময়সীমার তিন ঘণ্টা পরেও অনেক কেন্দ্রে ভোট গ্রহণ করতে হয়েছে। এমন বাজে অভিজ্ঞতার পরও নির্বাচন কমিশন কেন এবং কোন যুক্তিতে আসন্ন পাঁচটি সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিলেন, তা আমাদের কাছে রহস্যজনক।

    বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, বিশেষ করে আমরা গাজীপুরে ইভিএম-এ ভোট চাই না। জনবহুল গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচন করতে হলে, প্রতিটা কেন্দ্রেই ব্যালটে ভোট গ্রহণ করতে হবে। গাজীপুর সিটির মানুষ এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে আগ্রহী। নির্বাচন কমিশনের উচিত হবে না, ইভিএম দিয়ে মানুষের আগ্রহে এবং আস্থায় ব্যাঘাত সৃষ্টি করা।

    বিবৃতিতে গাজী আতাউর রহমান নির্বাচন কমিশন সিটি নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি’র যে সিদ্ধান্ত নিয়েছেন, সে সিদ্ধান্তে শেষ পর্যন্ত অবিচল থাকার আহ্বান জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ