• গণমাধ্যম

    সিংড়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ!

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২২ , ৯:৪৩:৩১ প্রিন্ট সংস্করণ


    নিজস্ব প্রতিবেদক:

    নাটোরের সিংড়ায় কলেজ ছাত্র ও বহিরাগতদের মধ্যে মারামারির ঘটনায় কলেজ ছাত্র আহত হওয়ার সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক পুনরুত্থান পত্রিকার নাটোর প্রতিনিধি ও বিডি স্টার টিভির নিজস্ব প্রতিবেদক বেল্লাল হোসেন বাবু কে উপজেলার বামিহাল গ্রামের মোঃ নয়ন (৪০) পিতা মৃত গফুর নামে এক ব্যক্তি বামিহাল সিএনজি স্ট্যান্ডে আব্দুস সালামের চা -স্টলের ভিতরে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও মারধর করার চেষ্টা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।

    এ ব্যাপারে সোমবার ২৫ (এপ্রিল) সাংবাদিক বেল্লাল হোসেন বাবু বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, গত ২৪/০৪/২২ রবিবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পুনরুত্থান পত্রিকা দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকা সহ বিভিন্ন অনলাইন পত্রিকায়, সিংড়ায় কলেজ ছাত্র ও বহিরাগতদের মধ্যে মারামারি ঘটনায় কলেজ ছাত্র আহত এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

    প্রকাশিত সংবাদের জের ধরে গতকাল রবিবার বিকেল পাঁচটার দিকে বামিহাল বাজারে আব্দুস সালামের চা স্টলের ভিতরে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।এ বিষয়ে সাংবাদিক বেল্লাল হোসেন বাবু জানান, সংবাদ প্রকাশের পর আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও মারপিট এর চেষ্টা সহ মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করায় আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ