• গণমাধ্যম

    ‘সাংবাদিক’ কলমে: কাওছার হাবিব

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৪ , ১০:২৭:২৭ প্রিন্ট সংস্করণ

    সাংবাদিক
    কলমে: কাওছার হাবিব

    জন কল্যাণে মানুষ খুলেছে
    তার যতশত দিক।
    বাদ নাই হেন সবটাই যেন
    হয়েছে বাণিজ্যিক।

    সংবাদের সবা দেবার নামে
    যে হয় সাংবাদিক।
    ভীরু কপটতাহীন হয়ে তাকে
    হওয়া চাই নির্ভিক।

    কিন্তু না তা হবে না তার তো
    উদ্দেশ্য অর্থনেতিক।
    সে সংবাদ বাদ দিয়েই করে
    লেনদেন অনৈতিক।

    জনস্বার্থ বেচার আয় কেমনে
    খায় ভুলে দিগ্বিদিক।
    এতো শিক্ষিত হয়েও কেন রে
    তোর চরিত্র নাই ঠিক।

    যদি নাই হও সত্বের দৈনিক
    থেকো না সাংবাদিক।
    বেঁচে নাও রোজগারের ভিন্ন
    পথ, আছে সহস্রাধিক।

    সত্য নিয়ে বেচাকেনার মত
    ঘৃণাকর্ম করনা দৈনিক।
    এর চেয়েও ধের ভালো হয়
    যদি রাস্তায় মাঙ্গ ভিক।

    তোমার হলুদ সাংবাদিকতায়
    ক্ষতি হচ্ছে সাংঘাতিক।
    বিজ্ঞান উন্নতি করলেও তুমিই
    সমাজকে কর অসামাজিক।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ