• Uncategorized

    সয়াবিন নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

      প্রতিনিধি ১ এপ্রিল ২০২৩ , ৯:১৩:৩২ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী বরিশাল জেলা প্রতিনিধি 

    বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বরিশালের কৃষকদের ধানের পরে প্রধান ফসল সয়াবিন বললেই চলে,প্রায় ১৫ বছর পর্যন্ত তারা সয়াবিনের ফসল কে বেশ গুরুত্ব দিচ্ছে, এবং সফলতার মুখও দেখছে।

    এ বছরও কৃষকরা হাজার হাজার একর জমিতে সয়াবিন রোপণ করেছে।বেশ কিছুদিন আগেও কৃষকদের মুখে ছিলো স্বস্তির সুর।ফসলের ধরন দেখে গতবছরের তুলনায় বেশি লাভবান হওয়ার আশা ও ছিলো তাদের, কিন্তু গত কয়েকদিন যাবত ধারাবাহিকভাবে প্রবল ঝর বৃষ্টিতে কৃষকদের সে আশা নিরাশায় পরিনত হয়েছে।

    আজ ১ এপ্রিল শনিবার বরিশালের হিজলা উপজেলার আওতাধীন হিজলা গৌরব্দী ইউনিয়ন ও মেমানিয়া ইউনিয়নের বিভিন্ন ফসলি জমি ঘুরে দেখা গেছে, অনেক জমিতে পানি জমে আছে,এবং অনেক জমিতে ঝরের কারণে সয়াবিন মাটিতে লুটে পরছে। যার কারনে বেশ দুশ্চিন্তায় কৃষকরা।

    কৃষকদের কাছে এ বিষয় জানতে চাইলে তারা হতাশার সুরে বলেন আমরা আমাদের ফসল নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি, এরকম ঝর বৃষ্টি ধারাবাহিকভাবে হলে আমাদের লাভের পরিবর্তে ক্ষতির আশংকা বেশি থাকবে ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ