• জাতীয়

    শ্রমিক সংগঠনের সাথে ইসলামী শ্রমিক আন্দোলনের মতবিনিময়

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৫০:৩৫ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    দেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বশীল শ্রমিক সংগঠনের সাথে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ২৫ সেপ্টেম্বর সোমবার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এই সংগঠনগুলোর প্রতিনিধিদেরকে আগামী ১৩ অক্টোবর ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে দাওয়াত দেওয়া হয়।

    সভায় দেশের শ্রমিকদের বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তরণের বিষয়ে দীর্ঘ আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়। দেশের প্রায় ১৫ টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ এ সভায় উপস্থিত ছিলেন। এসব সংগঠনের প্রতিনিধিগণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কার্যক্রম বিষয়ে প্রশংসা করেন।

    এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান সমন্বয়ক ছিলেন – ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের গার্মেন্টস বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ।

    এছাড়াও এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন – ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারী জেনালের মাওলানা খলিলুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ওবায়েদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওবায়েদ বিন মোস্তফা।

    বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে উপস্থিত ছিলেন – বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন, প্রবাসী শ্রমিক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের প্রধান সমন্বয়ক কামরুজ্জামান ফিরোজ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ সোহেল সিকদার,

    জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন মঞ্জু, বাংলাদেশ বহুমূখী শ্রমিক হকার সমিতির সভাপতি বাচ্চু ভুইয়া, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, শ্রমজীবি পরিষদের সভাপতি নুর আহমদ সেলিম, জাতীয় শ্রমিক জোটের আবদুল আউয়াল, বিপ্লবী শ্রমিক সংহতির সভ্পতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাকসহ প্রায় ১৫টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ