• সারাদেশ

    শিক্ষকের ভূমিকায় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার-তরিকুল ইসলাম

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৩ , ৭:২২:২৩ প্রিন্ট সংস্করণ

    শিহাব আহম্মেদ-পাবনা জেলা প্রতিনিধি:

    দাপ্তরিক কাজের পাশাপাশি শিক্ষার মানন্নোয়ন তথা সম য়োপযোগী শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম শিক্ষকের ভূমিকা পালন করে যাচ্ছেন। এতে উপজেলার শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে পাঠে মনোযোগ আরো বৃদ্ধি পাঁচ্ছে। 
    জানা যায়, নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তারা সাধারণত শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষকদের এ-সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু বর্তমান সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি সরাসরি বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষকের ন্যায় শিক্ষার্থীদের পাঠদান করছেন। তিনি প্রতি সপ্তাহে ১/২ দিন উপজেলার কোন না কোন প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকবিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন। সর্বশেষ গত বুধবার তিনি উপজেলার উলাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন শেষে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সুতরাং শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে আলোকিত মানুষ হতে পারে সেইভাবে শিক্ষাদান করতে হবে। আর সব সময় নিজ নিজ দায়িত্ব কর্তব্য যথাযথভাবে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হবে। উপজেলার মথুরাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দেব প্রসাদ রায় বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার সরাসরি শ্রেণি কক্ষে গিয়ে পাঠদান করায় শিক্ষকরা শিক্ষার মানন্নোয়নে আরো সচেষ্ট হচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীরাও পাঠে আরো মনোযোগী হচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন আমি আমার দায়িত্ব কর্তব্যকে কেবল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেতে চাইনা। আমি আমার দায়িত্ব কর্তব্য তথা অর্জিত শিক্ষা-দীক্ষা, জ্ঞান বুদ্ধি এবং অভিজ্ঞতাকে শিক্ষাঙ্গনের পাশাপাশি সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগিয়ে সুজানগরবাসীকে একটি মডেল উপজেলা উপহার দিতে চাই। তবে এজন্য তিনি উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ