• রাজশাহী বিভাগ

    শারদীয় দুর্গোৎসবে পুলিশ কমিশনারের শুভেচ্ছা বিনিময়

      প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৩ , ১১:৪৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    সারা দেশের ন্যায় রাজশাহীতেও উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয় আজ শনিবার ২১ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ পূর্বাহ্ণে রাজশাহী মহানগরীর শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর কমিশনার মহোদয় সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

    প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং গুজব প্রতিরোধে পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আরএমপি’র পক্ষ থেকে কঠোর পুলিশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব বিভূতি ভূষন বানার্জী, সহকারী পুলিশ কমিশনার জনাব মো: মাহমুদুল হাসানসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ