• চট্টগ্রাম বিভাগ

    রামগতিতে ম্যাজিস্ট্রেট অভিজানে ভুয়া হোমিও, চক্ষু ও ফার্মিসির ৩ জন কে জরিমানা

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২২ , ২:৫৮:৪০ প্রিন্ট সংস্করণ

    লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজার এলাকায় সাগরিকা হোমিও হলে ভূয়া ডাক্তার পদবী ও নিবন্ধন নম্বর ব্যবহার করায় মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সঞ্জয় দাস (৩৭) সাং: চর ডাক্তার কে ১০,০০০ (দশ হাজার) একই বাজারে যমুনা ফার্মেসীতে ভুয়া চক্ষু চিকিৎসক পরিচয়ে চেম্বার করার অপরাধে মেহেদি হাসান (২২) অশ্বদিয়া, নোয়াখালী সদর উপজেলা কে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ২০,০০০ (বিশ হাজার) টাকা এবং ভুয়া চিকিৎসকের চেম্বার স্থাপনক্রমে সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কার্যক্রমের জন্য একই বাজারের যমুনা ফার্মেসীর স্বত্বাধিকারী রহমত উল্ল্যা (২৮) সাং চর মেহার, রামগতি কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রামগতি। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন, জনাব ডাঃ শাহ মোঃ আব্দুল্লাহ আল মাছুম, আরএমও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামগতি এবং রামগতি থানা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ