• রাজশাহী বিভাগ

    রামকৃষ্ণপুরে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবিতে মতবিনিময় সভা।

      প্রতিনিধি ২ মার্চ ২০২২ , ৩:০৪:৩৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ মিজানুর রহমান-জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ:

    সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবিতে ৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এক মত বিনিময় সভা করা হয়েছে।
    বুধবার(২মার্চ) বিকেল ৪টার সময় ইউনিয়নের বনানী বাজারস্থ শলী বনানী উচ্চ্ বিদ্যালয় মাঠে ৮নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    এ সময় নেতৃবৃন্দরা বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক জেলা, উপজেলা,থানা,পৌর,ও ইউনিয়ন সহ সকল পর্যায়ের কমিটি ভেঙ্গে দিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বের মাধ্যমে যোগ্য ও পরীক্ষিত নেতাদের নেতৃত্বে আনতে হবে।

    এরই ধারা বাহিকতায় সলঙ্গা থানা বিএনপি’র আওতাধীন ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন (সলঙ্গা,হাটিকুমরুল,নলকা ও ঘুড়কা)বিএনপি’র কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠণ করা হলেও থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের নেই কোন পরিকল্পনা। আমাদের ওয়ার্ডবাসীর প্রানের দাবী দলের গঠনতন্ত্র অনুযায়ী অতি দ্রুত সমরে মধ্যে মেয়াদোর্ত্তীন ইউনিয়ন কমিটি ভেঙ্গে দিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বের মাধ্যমে যোগ্য ও পরীক্ষিত নেতাদের নেতৃত্বে আনতে হবে।

    এসময় ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খ,ম তামিনুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আঃ আলীম খোন্দকার, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাইদুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক হারুনার রশীদ, সাংগঠনিক সম্পাদক আঃ লতিফ খান,৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আঃ হান্নান, সাঃ সম্পাদক চাঁদ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক মুনসুর আলী,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ জলিল,সাংগঠনিক আমজাদ হোসেন সরকার, সাবেক ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ ওয়ার্ড বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ