• রাজনীতি

    রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ফেনসিডিল ও মোটররসাইকেল সহ গ্ৰেফতার-১

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ১০:১৭:৫৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী জেলা পুলিশের ডিবি গতকাল ২৩/০৮/২০২৩ খ্রি. রাত ১১:৪০ টায় ২ টি অ্যামুনেশন-সহ দেশিয় ওয়ান শুটারগান, ৫০০ গ্রাম হিরোইন, ৫২ বোতন ফেনসিডিল ও একটি অ্যাপাসি মোটররসাইকেল-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: সেলিম আলী (৩৩)। সে রাজশাহী জেলার চারঘাট থানার ঝিকরা গ্রামের মো: নকিম উদ্দিনের ছেলে। আজ সকাল ১১:০০ টায় পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম তাঁর কনফারেন্স রুমে উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

    ঘটনাসূত্রে জানা যায়, গতকাল দুপুর ০১:৩০ টায় রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি টিম রাজশাহীর চারঘাট থানা এলাকায় অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, গতকাল রাত ১১:৩০ টায় চারঘাটের বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিক্রয়ের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আব্দুল হাই, পিপিএম গতকাল রাত ১১:৩০ টায় চারঘাট থানাধীন বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান পরিচালনা করেন। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো: সেলিম আলী পলায়নকালে গতকাল দিবাগত রাতের ০০:৩০ টায় তার দেহ তল্লাশি করে দুটি অ্যামুনেশন দুটি দেশিয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। অভিযুক্তের দেহ তল্লাশি করে বাদামি রঙয়ের ৫০০ গ্রাম হিরোইন এবং তার বহনকারী মোটরসাইকেলের বামপাশের হুক থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশে ঐ টিম। তা ছাড়া অবৈধ অস্ত্র ও মাদক ব্যবহারের কাজে অভিযুক্তের ব্যবহৃত Appache RTR-160 CC মডেলের একটি মোটরসাইকেলটি জব্দ করে রাজশাহীর ডিবি পুলিশের টিম।

    পুলিশ সুপার মো: সাইফুর রহমান তাঁর সংবাদ সম্মেলনে বলেন, রাজশাহী সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের কিছুটা প্রাদুর্ভাব রয়েছে। তবে মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান ক্রমাগতভাবে চলতে থাকবে। মাদক উদ্ধারে রাজশাহীর পুলিশের‌ ঈর্ষণীয় সাফল্য। তা ছাড়া মাদক নির্মূলে পুলিশ প্রতিনিয়ত আন্তরিকতার কাজ করে যাচ্ছে।
    সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, তরুণ সমাজ আমাদের দেশের সম্পদ, তারা যেনো কোনোভাবেই মাদকের কবলে না পড়ে, সেদিকে অভিভাবকগণের সতর্ক থাকতে হবে। সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে মাদককে নির্মূল করা সম্ভব।

    নিজ হেফাজতে অস্ত্র, হিরোইন ও ফেনসিডিল রাখার অপরাধ করায় গ্রেফতারকৃত অভিযুক্তের নামে রাজশাহীর চারঘাট থানায় দুটি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ