• আইন ও আদালত

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঃপুলিশের গাড়ি ভাংচুর ও ধাওয়া পাল্টা হয়

      প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ৩:২৬:৩২ প্রিন্ট সংস্করণ

    মল্লিক জামাল-স্টাফ রিপোর্টার:

    রাজধানীতে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশের পরদিন আজ শনিবার ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি পালন কালে রাজধানীর মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের সামনে একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে মাতুয়াইলে স্বদেশ পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

    খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। কারা অগ্নিসংযোগ করেছে বা ঘটনায় কোনো হতাহত আছে কি না, এ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি আরও বলেন, প্রথম বাসের পাশেই দ্বিতীয় আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে। ওই বাসের নাম এখনো জানা যায়নি। তবে যতটুকু শুনেছি যাত্রীরা নেমে গেছেন। এর আগে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে – বিএনপি কর্মীদের পুলিশের গাড়ি ভাংচুর করতে দেখা গেছে।

    ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে উত্তরায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গাবতলীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ। রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আমান উল্লাহ আমান আটকের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করতে করতে আমিনবাজারের দিক যাওয়ার সময় আওয়ামী লীগের মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেন। পরে বিএনপির নেতা-কর্মীরা দৌড়ে গাবতলী-সদরঘাট সড়কের দিকে পালিয়ে যান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ