• Uncategorized

    রংপুরে পথ কুকুরের সেবায় র‍্যবিস ভ্যাকসিন, ভিটামিন ও কৃমিনাশক প্রয়োগ

      প্রতিনিধি ১০ মার্চ ২০২১ , ৩:৫৬:২৯ প্রিন্ট সংস্করণ

    ডেস্ক রিপের্টার

    ‘একটি প্রাণিও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, ভেটেরিনারিয়ান হিসেবে এ হোক আমাদের প্রত্যয়’ এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ৯ই মার্চ, ২০২১ ইং তারিখে তরুণ ভেটেরিনারিয়ানদের সহযোগিতায় রংপুরের শালবন এলাকায় পথ কুকুরের সেবায় ফ্রিতে র‍্যবিস ভ্যাকসিন, ভিটামিন ও কৃমিনাশক দেওয়া হয়।

    পথ কুকুরের চিকিৎসা সেবা দেওয়ার এমন মহৎ কাজের উদ্যোক্তা রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার জ্যু অফিসার ডাঃ এইচ এম শাহাদাৎ। প্রাণির প্রতি তাঁর ভালোবাসা ও পেশাগত দায়িত্ব থেকে সময়, জ্ঞান, শ্রম দিয়ে পথ কুকুরের সেবায় তিনি কাজ করে যাচ্ছেন।

    প্রাণির সেবামূলক এই কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি মেডিসিনে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। এছাড়াও উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল রংপুর ভেটেরিনারি ভলান্টিয়ার টিমের সদস্যরা। ভবিষ্যতে পথ কুকুরের চিকিৎসা সেবা চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে রংপুর ভেটেরিনারি ভলান্টিয়ার টিম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ