• Uncategorized

    রংপুরের গংগাচড়া অর্থনৈতিক অঞ্চলের দাবীতে আমরাই পাশে’র মানববন্ধন।

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২০ , ৯:২৬:৩৩ প্রিন্ট সংস্করণ

    সাকিব উদ্দিন-রংপুর প্রতিনিধিঃ

    রংপুরের গংগাচড়ায় অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও তিস্তা নিয়ে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে ২৯অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় মহিপুর ব্রিজে আমরাই পাশে গংগাচড়া ইউনিটের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন আমরাই পাশে রংপুর গ্রুপের প্রতিষ্ঠাতা আকাশ খাঁন।এসময় বক্তব্য রাখেন গ্রুপ এডমিন রায়হান,রেজওয়ান,মজিদ,আবির,ইতি,তাসলিমা,মরিয়ম,আবুল হাসান  জয় এবং তুষার সাগর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহিদুল ইসলাম জাহিদ,

    বক্তারা বলেন গংগাচড়ায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে এখানকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন সহ অধীক কর্মসংস্থান সৃষ্টি হবে,এবং শেখ হাসিনা তিস্তা সেতু কে ঘীরে পর্ষটন শিল্পের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তাই হয় তাহলে দেশে বাড়বে রাজস্বের হার।অপর দিকে আগামী সাতদিনের মাঝে গংগাচড়া অর্থনৈতিক অঞ্চল ঘোষণা এবং তিস্তা নদী নিয়ে মহা পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন করতে হবে না হলে সংগঠন টি স্বারক লিপি, অবস্থান ধর্মঘট সহ কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।

    মানববন্ধনে সাধারন শিক্ষার্থীদের পাশাপাশি কৃষক,জেলে,রিক্সা চালকেরা সহ সকল স্তরের একত্বতা প্রকাশ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ