• Uncategorized

    ময়মনসিংহে মাওলানা আব্দুল ওয়াহেদ কল্যান ফাউন্ডেশনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৮:২৭:৫৪ প্রিন্ট সংস্করণ

     

     

    গোলাম কিবরিয়া পলাশ-ময়মনসিংহঃ

    ময়মনসিংহ নগরীর সিটি কর্পোরেশন শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে মাওলানা আব্দুল ওয়াহেদ কল্যান ফাউন্ডেশনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান।

    খুজঁ নিয়ে জানতে পারি মাওলানা আব্দুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর ময়মনসিংহ আঞ্চলিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়। গত ৩ অক্টোবর রোজ শনিবার (৩ অক্টোবর) ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক মোঃ আবু আবদুল্লাহ।

    উপস্থিত ছিলেন মোঃ ওয়ালী উল্লাহ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ সাবেক অধ্যক্ষ মোঃ জাকির হোসেন। সম্মেলনের সঞ্চালনা ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান।

    এর পর ময়মনসিংহ আঞ্চলিক সম্মেলনে পদাধিকার বলে উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুবকে সভাপতি, সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম, মোঃ আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ও মোঃ মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

    জানা গেছে মাওলানা আব্দুল ওয়াহেদ কল্যান ফাউন্ডেশনের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি  ময়মনসিংহ অঞ্চলে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচন করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান বলেন ময়মনসিংহ অঞ্চলের আজকের নির্বাচিত কমিটির কার্যক্রম গতিশীল করার পাশাপাশি সংগঠনের দীর্ঘস্থায়ী কামনা করেন।

    ফাউন্ডেশনের ময়মনসিংহ অঞ্চলের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল বারী বলেন সংগঠনকে শক্তিশালী ও দিনদিন উন্নতি লক্ষে সধা কাজ করে যাবো। অবশেষে চলমান বৈশ্বিক নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

    দোয়া শেষে ময়মনসিংহ অঞ্চলের নব নির্বাচিত কমিটির সাথে সংগঠনের কার্যক্রম বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা করেন মাওলানা আব্দুল ওয়াহেদ কল্যান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ