• Uncategorized

    মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর ঘর উপহার প্রদান:

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২১ , ৯:২২:৩২ প্রিন্ট সংস্করণ

    মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর ঘর উপহার প্রদান:

    ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে “মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০” এর নির্দেশনা বাস্তবায়নের বিশ্বনাথে ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।

    শনিবার ২৩ জানুয়ারী সকাল ৯ ঘটিকার সময় স্হানীয় উপজেলা বিআরডিবি কনফারেন্স হল রুমে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।

    ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদানকালে উপস্হিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।
    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুন মিয়া।
    সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান,বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোহাম্মদ আব্দুর রহমান, উপজেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: কায়েদে আজম, বিশ্বনাথ থানার সেকেন্ড অফিসার (তদন্ত) রমা প্রসাদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১, বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মো: সাইফুল ইসলাম, ওসি এলএসডি মনেধন চন্দ্র দাস, ইউএনও এডি অফিসার নান্টু মোহন চন্দ্র, উপজেলা প্রকৌশলী মো: আবু সাইদ, ইউসিসি এর চেয়ারম্যান মহব্বত আলী।

    আরো উপস্হিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মো: জামাল উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ওয়াহিদ আলী, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজ, সাবরেজিস্টার করুণা বৈদ্য, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক প্রচার সম্পাদক কামাল মুন্না, এইউএফপিও বিধান রায়, সাংবাদিক ফারুক আহমদ, মিডিয়া কর্মীসহ প্রমুখ।

    উল্লেখ্য: এরপূর্বে বিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত দেশের এসব ভুমিহীন ও গৃহহীন পরিবারের ঘর প্রদান করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ