• আইন ও আদালত

    মোহনপুর মৌগাছীতে এসিডির সমন্বয় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ৯:১৪:১২ প্রিন্ট সংস্করণ

    শান্ত সরকার-মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:

    রাজশাহী মোহনপুর ৪নং মৌগাছী ইউনিয়ন পরিষদ হল রুমে আজ রবিবার ২৭ শে (আগস্ট) সময় ১১.০০ টাই এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে ও ইউনিয়নপরিষদের চেয়ারম্যানের সভা কক্ষে সেন্টার এর সহযোগিতায় ইউনিয়নপরিষদের সভা কক্ষে শিশু সুরক্ষার লক্ষে মৌগাছী ইউনিয়ন পরিষদে এসিডির সমন্বয় সভা এবং সামাজিক জবাবদিহিতার লক্ষ্যে সমন্বয় সভার আয়োজন করা হয়।

    মৌগাছী ইউপি চেয়ারম্যান আল- আমিন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসিডির আয়োজন ছিলো, শিশু সুরক্ষার লক্ষে, ধর্ধীয় নেতা,স্হানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। এবং সামাজিক জবাবদিহিতা বাস্তবায়নে পরিষেবা ম্যাপিং এর লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা,মোহনপুর উপজেলা পর্যায়ের সমাজসেবা অফিসার ইমাম হাসান(শামীম)প্রজেক্ট কো: অডিনেটর এসিডি,এস,এম, আহসান উল্লাহ সরকার, সঞ্চালনায়,উপস্থিত ছিলেন,প্রোগ্রাম এসিডি, অফিসার এ্যানি নকরেক আরোও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রাশেদুল ইসলাম রাশেদ, ইউপি সদস্য , বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানাজ বেগম , বসন্তকেদার দারু সুন্নত দাখিল মাদ্রাসা সুপার গোলাম মোস্তফা, বসন্তকেদার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ বেলাল সহ সাংবাদিক বৃন্দ। আলোচনায় বিষয় বিভিন্ন দপ্তরগুলোর সাথে সম্পর্ক তৈরীর মাধ্যমে শিশু সুরক্ষা ও নারীদের সক্ষম করে গড়ে তোলার মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। এক্ষেত্রে এসিডির সংশ্লিষ্ট কর্মীদেরও তৃণমূল পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ