• আইন ও আদালত

    থামতে সংকেত দেওয়ায় মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলো মাদক ব্যবসায়ী

      প্রতিনিধি ২২ জুলাই ২০২২ , ৩:৩৭:৫৮ প্রিন্ট সংস্করণ

    কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকায় মোটর সাইকেল থামানোর সংকেত দেয়ায় পুলিশের ভয়ে ১৫ বোতল ফেন্সিডিল সহ ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী মোটর সাইকেল আরোহী।

    বুধবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা-রাজবাড়ী মহা সড়কের চৌড়হাস মোড়ে অরেজিষ্ট্রেকৃত নাম্বার বিহীন একটি ডায়াং মোটর সাইকেলকে থামার সংকেত দেন কুষ্টিয়া থানা পুলিশের দায়িত্বরত টিএস আই ট্রাফিক মুকবুল হোসেন, এ টি এস আই ট্রাফিক বাবুল এবং ট্রাফিক কনষ্টেবল সনজিদ । এসময় মোটর সাইকেল আরোহী মোটর সাইকেলটি রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়।

    বিষয়টি পুলিশের সন্দেহ হলে উপস্থিতি লোকজনের সামনে পুলিশ মোটর সাইকেলটি তল্লাসী করে পিছনে দিকে বাঁধানো অবস্থায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ পিচ ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ার টি আই মোহাম্মদ তাহারিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অজ্ঞাত মোটর সাইকেল আরোহীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূলহোতা গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ