• সাহিত্যে

    “মার্চের স্ফুলিঙ্গ” কলমে-প্রণব মন্ডল

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২২ , ১২:২৯:১১ প্রিন্ট সংস্করণ

    কবিতা: মার্চের স্ফুলিঙ্গ
    কলমে-প্রণব মন্ডল

    এই বাংলা যত দিন থাকবে একুশ ও মার্চ আসবে বারে বারে।
    বাংলার মানুষের হৃদয়ের মাঝে
    এতিহাসিক মার্চ যেনো যুদ্ধের শঙ্খধ্বনি।
    মার্চ আনিবে আবারও ফিরে নব্য বাংলার নতুন ছবি।
    আজ বাংলার আঙিনায় ব্যাথার স্মৃতি ঐতিহাসিক মার্চ জানাবে হাসনা- হেনার গন্ধ ভরা নতুন প্রীতি।
    অগ্নিঝরা মার্চ আসিলে মানুষের মাঝে বেজে উঠে মর্মভেদী করুন ক্রন্দন ।
    মুজিরের কন্ঠের উত্তাল গর্জন , সেই তর্জনী বাংলার আকাশে উদিত করবে এক নতুন রবি।
    তরুন ও শিশুরা আঁকিবে তারই ছবি সোহরাওর্য়াদী উদ্যান ছিলো বাংলার ভিত্তি মুজিবের সেই তর্জনী আনিবে আবারও বাংলার শক্তি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ