• Uncategorized

    মহেশখালীর চাঞ্চল্যকর গৃহবধূ আফরোজা হত্যা মামলার দুই আসামী কারাাগারে

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২১ , ১০:৫২:২৭ প্রিন্ট সংস্করণ

    মহেশখালী চাঞ্চল্যকর গৃহবধূ আফরোজ হত্যা মামলার দুই আসামীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। এই দুই আসামী হলেন,উত্তর নলবিলা গ্রামের হাসান বশিরের পুত্র- হাসান রাসেল ও হাসান আরিফ বাদিপক্ষের আইনজীবি ফারুক ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি জানান,উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে কক্সবাজার জেলা জজ আদালতে আত্মসমপূণ করেন দুই আসামী।

    আজ ২৬শে জানুয়ারী (মঙ্গলবার) বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
    নিখোঁজের ছয়দিন পর গত ১৭ অক্টোবর ২০২০ইং গৃহবধূ আফরোজার লাশ স্বামীর বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ।নিহত আফরোজার শ্বশুর বাড়ি কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে।

    ঘটনার পর নিহতের স্বামী রাকিবুল হাসান বাপ্পির প্রথম স্ত্রীর ৫ বছরের কন্যা লাশ গুমের বিষয়টি পুলিশকে জানালে ঘটনার আসল রহস্য উদঘাটন হয়।পরে এই ঘটনায় বিজ্ঞ আদালতের নির্দেশে নিহতর ভাই মিজান বাদী হয়ে নয়জনকে আসামী করে হত্যা মামলা রুজু করা হয়।

    মামলায় আসামিরা হলেন- হাসান বশিরের পুত্র রাকিব হাসান বাপ্পি, তার দ্বিতীয় স্ত্রী রাজবাড়ী জেলার কামিনী আফরিন কংকা, হাসান বশিরের দ্বিতীয় স্ত্রী রোকেয়া হাসান,মৃত মো. হানিফের পুত্র হাসান বশির, তার পুত্র হাসান আরিফ, হাসান রাসেল, এহসান,আসিফ হাসান ও মোহাম্মদ আকতারের ছেলে মোঃকাজল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ