• চট্টগ্রাম বিভাগ

    ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) কে কুটক্তি করায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রছাত্রীর প্রতিবাদ ও বিক্ষোভ

      প্রতিনিধি ১৩ জুন ২০২২ , ১:৪৬:১০ প্রিন্ট সংস্করণ

    শাহনেওয়াজ শাহ্-ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

    মুসলিদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কর্তৃক কুটিক্তকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। আজ ১৩ জুন সোমবার দুপুর ১২ ঘটিকার সময় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না।

    এ সময় বক্তারা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবি জানান এবং সকল মুসলমানকে ভারতীয় পন্য বর্জনের আহবান জানান।উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে কুটিক্তকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ