• ঢাকা বিভাগ

    ভাগ্যকুলে ইউপি সদস্যেদের হামলায় মোটর সাইকেল ভাংচুর নারীসহ আহত-৩

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২২ , ৩:৫৪:৪৪ প্রিন্ট সংস্করণ

    এমএ কাইয়ুম মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউপি সদস্যের সন্ত্রাসী হামলায় মোটর সাইকেল ভাংচুর নারীসহ ৩ জন আহত হয়েছে। রবিবার(২৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজারে এ ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়রা নারীসহ গুরুত্বর আহত আজিবর শেখ(৪৫)কে উদ্ধার করে প্রথমে ফুলতলা আঃ রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থায় আশংকা জনক দেখে দ্রæত ঢাকা মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। স্থানীয়রা জানায়, গেল দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত জমির মোড়লের ছেলে নুরুল আমিন মোড়ল(৪৫) ইউপি সদস্য নির্বাচিত হয়েও তার নির্বাচনী প্রতিপক্ষ আঃ ছামাদ মেম্বার, রফিকুল ইসলাম ও আহত আজিবরদেরকে নানা প্রকার হুমকি দিয়ে আসতেছি। ঘটনার দিন আহত আজিবর শেখ আল-আমিন বাজারে আনিসের চায়ের দোকানে চা-পান করতেছিল। ঐ সময় ইউপি সদস্য নুরুল আমিন মোড়লসহ তার সন্ত্রাসী বাহিনীর একই এলাকার বারেক মোড়লের ছেলে বিপুূল মোড়ল(৩০), হায়দার মোড়লের ছেলে রায়হান মোড়ল(২৪), জহির মোড়লের ছেলে রাফি মোড়ল(২২), কামালের ছেলে শুভ(২১), জিন্নাতের ছেলে বাবু(২৯), রবিন(২৪), সোহেল(৪০)সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন হাতে চাপাতি, দা, রামদা, হকিস্ট্রিক, লোহার পাইপ, লাঠি ইত্যাদি নিয়ে বে-আইনীভাবে আজিবরের উপর আক্রমন করে এলোপাথীভাবে মারপিট করে আজিবরের ডান হাতে হাড়ভাঙ্গা জখম করে। নুরুল আমিন মোড়লের হাতে থাকা চাপাতি দিয়ে মাথায় কোপ মেরে মারাত্বক কাটা রক্তাক্ত জখম করে। এসময় আজিবরকে রক্ষা করার জন্য সাবেক মেম্বার ছামাদের মেয়ে তানিয়া ও সেলুন মালিক মাসুদ এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে আহত করে। ঐ সময় রফিক টাওয়ারের সামনে থাকা রফিকুলের ঢাকা মেট্রো ল-৩৯/০৭১১ মোটর সাইকেল ভাংচুর করে মুল্য ২লক্ষ ৭১ হাজার ক্ষতি সাধন করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে নুরুল আমিন মোড়লসহ তার সন্ত্রাসী বাহিনীরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা আইনী ব্যবস্থা নিয়ে গ্রেফতারের চেষ্টা করতেছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ