• রাজশাহী বিভাগ

    বেলকুচি যমুনা নদীর তীরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ফাইনাল নৌকা বাইচ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ২:২৪:৫০ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের বেলকুচি যমুনা নদীর তীরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগিতায় দু’পাড়ের হাজারো দর্শকের করতালিতে উৎসব মুখর পরিবেশে প্রচন্ড রোদ উপেক্ষা করে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন যমুনা নদীর তীরে নারী পুরুষ, বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের ভাটিয়ালী গান আর পানিতে বৈঠার ছলাত ছলাত শব্দে পুরো এলাকা উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে,গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে বেলকুচি পৌরসভার সার্বিক সহযোগিতায়

    ক্ষিদ্রমাটিয়া মুকুন্দগাতী গ্রামবাসীর উদ্যোগে শনিবার ১ অক্টোবর ফাইনাল নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ’প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, বেলকুচির পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

    এসময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ইকবাল রানা,পৌর কাউন্সিলর ফজলুর রহমান ফজল, সহ আমন্ত্রিত অতিথি বৃন্দগণ,বিভিন্ন জেলা থেকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া নৌকা নিয়ে নৌকা প্রতিযোগিতায় অংশ নেই, এরমধ্যে প্রথম স্থান অর্জন করেন, সোনার তরী, দ্বিতীয় স্থানে তালিকায় নাম উঠান হিরার তরী,প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নৌকাকে ১২৫ সি সি মোটরসাইকেল, দ্বিতীয় অধিকারী নৌকাকে ১০০ সি সি মোটরসাইকেল পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া বাকি অংশগ্রহণকারী প্রত্যেক দলকে,সান্তনা মূলক পুরস্কার দেওয়া হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ