• খুলনা বিভাগ

    বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯ তম মৃত্যুবার্ষিকী আজ

      প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৩ , ৬:৪৬:০৮ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    বিশ্ববরেণ্য  চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১০ অক্টোবর)। দিনটি যথাযথভাবে পালন উপলক্ষে নড়াইলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস এম সুলতান ফাউন্ডেশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল ৯ টায় চিত্রশিল্পী এস এম সুলতানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ,সকাল সাড়ে ৯টায় সুলতান স্মৃতি সংগ্রহশালায় আর্টক্যাম্প, সকাল ১০টায় এস এম সুলতান শিশুস্বর্গে শিশুদের লেখা পত্র প্রদর্শনী ও পাপেট শো, বেলা সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা

    ও আদম সুরত প্রদর্শনী, বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে পালাগানের আসর। এ ছাড়া সকালে শিল্পী সুলতানের রুহের মাগফেরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বরেণ্য এই শিল্পীকে তাঁর বাসভবন নড়াইলের সুলতান কমপ্লেক্সের ভেতরে সমাহিত করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ