• নগরজীবন

    ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে চায় সাধারণ মানুষ।

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ৭:০১:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ ইব্রাহীম মাহমুদ-কবি নজরুল ক্যাম্পাস প্রতিনিধি:

    ঢাকার রাস্তায় এমনিতেই জ্যামে মানুষ ঘন্টার ঘন্টা আটকে থাকে। তারমধ্যে তারাতাড়ি পায়ে হেঁটে, স্কুল, কলেজ, ও অফিস গামী মানুষের দুর্ভোগ ফুটপাতে হাটা। সরজমিনে দেখা যায়, কিছু কিছু ছোট দোকান গড়ে উঠেছে, এতে মানুষের চলাফেরা করা বড় একটা সমস্যা সম্মুখীন হতে হয়। বিশেষ করে, শিশু, নারী এবং বয়স্কদের সমস্যাটাই বেশি হয়।

    এ বিষয়ে কয়েকজন পথচারীদের সাথে কথা হয়, তাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। তেমনি একজনের সাথে কথা হয়, এমনিতেই জ্যামে সময়ে চলে যায় তারপর যদি রাস্তায় পা হাটি, যে জায়গায় যেতে লাগে ৫ মিনিট, সে জায়গায় অন্তত ২০/২৫ মিনিট লাগে, এর কারণ ফুটপাতে অবৈধ ভাবে দোকান গড়ে উঠেছে। হাটাচলার মধ্যে অন্যতম হলো নিরাপত্তার ঝুঁকি। ভীরের মধ্যে ছিনতাই, ও চুরির আশাঙ্খা থাকে।

    আর গুলো হটস্পট রাজধানীর নিউমার্কেট, মিরপুর, গুলিস্তান সহ গুরুত্বপূর্ণ জায়গায়। পরে আরেক জনের সাথে কথা হয়, তিনি জানান -যারা ফুটপাতে দোকানদারি করছে সরকার যদি তাদের একটা কর্মসংস্থান, নীতিমালা তৈরি করে দিতো এবং নিদিষ্ট একটা জায়গায় দোকানগুলো করে দিতো, তাহলে এই সমস্যাটা হতো না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ