• আইন ও আদালত

    বিএনপির সাবেক তিন এমপি নাশকতার মামলায় গ্রেফতার

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ৪:১১:৫৮ প্রিন্ট সংস্করণ

    বিএনপির সাবেক তিন এমপি নাশকতার মামলায় গ্রেফতার

     

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ গতকাল:৩১ অক্টোবর ২৩ইং, মঙ্গলবার কুষ্টিয়ায় বিএনপির সাবেক তিন সংসদ সদস্যকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

    পুলিশ সুত্রে জানা গেছে, বেলা ১১ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নাশকতা মামলার আসামী পিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের আরও কয়েকজন নেতাকেও গ্রেফতার করা হয়েছে।

    এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, সোমবার পুলিশের করা একটি নাশকতা মামলায় মঙ্গলবার ১১টার সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মেহেদী আহমেদ রুমি ও সোহরাব উদ্দিনকে গ্রেফতার করা হয়।

    তিনি আরও বলেন, তারা সে সময় দলীয় কার্যালয়ের সামনে নাশকতার পরিকল্পনা করছিল। ঘটনাস্থল থেকে ১৮টি ককটেল উদ্ধার করা হয় বলে জানান ওসি।

    এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম বলেন, পূর্বের করা একটি নাশকতা মামলায় মঙ্গলবার বেলা ১১টার সময় তারাগুনিয়ার বাসভবন থেকে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ