• আইন ও আদালত

    বরগুনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দায়ে মজিবুর গ্রেফতার

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৯:১১:২৯ প্রিন্ট সংস্করণ

    সফিকুল ইসলাম-বিশেষ প্রতিনিধি:

    গত ২৯ মার্চ সকাল ১০:০০ ঘটিকায় বরগুনা জেলার বেতাগী থানার ঝিলবুনিয়ার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মকবুল হোসেন হাওলাদার (৫০) তার ১৪ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পৌরসভাস্থ বাজারের ব্রীজের কাছে পৌঁছালে তার মেয়ে তাকে সেখানে রেখে রিক্সা আনার কথা বলে গেলে আর ফেরৎ আসে না। পরে তাকে অনেক খোঁজাখুজি করে তার বাবা মোঃ মকবুল হোসেন হাওলাদার(৫০) লোকজনের মাধ্যমে জানতে পারে যে তার মেয়েকে ধর্ষনকারী মোঃ মজিবুর রহমান খান(৫০), পিতা- মৃত মতিউর রহমান খান, সাং- খাড়াকান্দা, ৯ নং ওয়ার্ড, থানা- বেতাগী, জেলা- বরগুনা ঘটনার দিন ২৯ মার্চ বিকাল ৫ ঘটিকার সময় বেতাগী পৌরসভার ০৭ নং ওয়ার্ডস্থ ফেরীঘাটের দোকানদার মোঃ জালাল মোল্লার চা দোকানের সামনের ইটের সলিং এর রাস্তা হতে ফুসলিয়ে নিজ বাস ভবনে নিয়ে যায়।

    এরপর স্থানীয় লোকজন মিলে অনেক খোঁজাখুজি করা হয়। গত ৩১ মার্চ রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় স্থানীয় লোকজন ভিকটিমকে বেতাগী পৌরসভার ০৯ নং ওয়ার্ডস্থ হাওলাদার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর দেখতে পেয়ে তাকে জানায়। পরবর্তীতে মোঃ মকবুল হোসেন হাওলাদার(৫০) তার মেয়ের নিকট হতে ঘটনার বিস্তারিত জানতে চায়। জিজ্ঞাসাবাদে তার মেয়ে জানায় যে, আসামী মোঃ মজিবুর রহমান খান(৫০) তাকে গত ০২ (দুই) দিন তার নিজ বাড়িতে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

    এবিষয়টি নিয়ে পরবর্তীতে ভিকটিম এর পিতা মোঃ মকবুল হোসেন হাওলাদার(৫০) মোঃ মজিবুর রহমান খান(৫০)’কে প্রধান আসামী করে বরগুনা জেলার বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ-৩১/০৩/২০২৩ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৭/৯(১) রুজু করা হয়। র‌্যাব-৮, সিপিসি-১ বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে কার্যক্রম আরম্ভ করে এবং আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

    এসময় র‌্যাব-৮, সিপিসি-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত মামলার এজাহারভুক্ত প্রধান ও একমাত্র আসামী মোঃ মজিবুর রহমান খান(৫০) আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে রাজধানীর মিরপুর এলাকায় অবস্থান করছে। র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত সংবাদের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল (০৩ এপ্রিল) দুপুর ২ টায় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    উক্ত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ মজিবুর রহমান খান (৫০) ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করে বলেন, সে আরও জানায় যে, মেয়েটিকে সে আটকে রেখে যৌনবর্ধক ট্যাবলেট খেয়ে ধর্ষণ করেন।

    এবিষয় গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার বেতাগী থানায় হাস্তান্তর করা হয়।

    এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, সঠিক তথ্য মতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ