• Uncategorized

    বন্ধ অপারেশন থিয়েটার চালুসহ লোকমোর্চার পাঁচ দফা দাবিনামা পেশ

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২০ , ৩:৪৪:০৩ প্রিন্ট সংস্করণ

    নাহিদ সুমন:জীবননগর চুয়াডাঙ্গাঃ

    জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার প্রায় ২৪ বছর ধরে বন্ধ আছে। অ্যাসেনেসিয়া ও সার্জারি চিকিৎসকের পদ শূন্য থাকায় এ অবস্হা বিরাজ করেছে। এমোত অবস্থার অবসান ঘটিয়ে হাসপাতালের বন্ধ অপারেশন থিয়েটার টি অবিলম্বে চালুসহ জীবননগর উপজেলাবাসির স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকালে উপজেলা লোকমোর্চার পক্ষ থেকে বিভিন্ন দাবিনামা পেশ করা হয়েছে।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইনের নিকট এ দাবিনামা পেশ করা হয়।

    দাবিনামায় উল্লেখিত দাবিগুলো হচ্ছে- হাসপাতালের বন্ধ অপারেশন থিয়েটার চালুকরন, ইসিজি ও এ-ক্সে মেশিন নিয়মিতকরন, ৫০ শয্যার জন্য নির্মিত নতুন ভবন পুরোপুরি চালু, বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে পরিক্ষা কার্যক্রম মনিটরিং, হাসপাতালে বরাদ্দকৃত ওষুধ দরিদ্র মানুষের প্রাপ্তী নিশ্চতকরননে ব্যবস্থা গ্রহণ।

    দাবিনামা পেশ কালে উপজেলা লোকমোর্চা সভাপতি আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক আব্দুল লতিফ অমল, সদস্য আতিয়ার রহমান,জাহিদুল ইসলাম,রেনুকা আক্তার রিতা,সালাউদ্দিন কাজল,কাজী সামসুর রহমান চঞ্চল,মিঠুন মাহমুদ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ