• ময়মনসিংহ বিভাগ

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপন উপলক্ষে স্মৃতি চারণ ও আলোচনা সভা

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২২ , ৭:৫৩:২৫ প্রিন্ট সংস্করণ

    শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে ৮ আগস্ট ২০২২ ইং রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপন উপলক্ষে স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মৃতি চারণ ও আলোচনা সভার পাশাপাশি সরাসরি বিটিভিতে সমপ্রচারিত জীবনী আলোচনা সকলেই মনোযোগ সহকারে দেখেন এবং শুনেন। এসময় উপজেলা পরিষদ সভাকক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম।

    সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আল মাসুদ এবং আরো উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া,উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির দিলদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, প্রানি সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন,উপজেলা আওয়ামীলীগের নেত্ববৃন্দের মাঝে বিশ্বজিৎ রায়,মিজানুর রহমান মিলন,উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক সাহা আলম।

    এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার,উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম ও নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা শেষ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ