• কৃষি

    পোরশায় ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক ভাবে শুরু

      প্রতিনিধি ১৯ মে ২০২২ , ১২:৩২:৪৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহ আলম ক্রাইম রিপোর্টার্র:

    “ভূমি উন্নয়ন কর দিন, দেশের উন্নয়নে অংশ নিন” এ স্লোগান নিয়ে দেশ ব্যাপি শুরু হলো ভূমি সেবা সপ্তাহ-২০২২

    “ভূমি উন্নয়ন কর দিন,
    দেশের উন্নয়নে অংশ নিন”।
    এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে দেশ ব্যাপি শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২।

    আজ ১৯ মে (বৃহস্পতিবার) থেকে আগামী ২৩ মে (সোমবার) পর্যন্ত চলবে ভূমি সেবা সপ্তাহ উদযাপন। সারা দেশের ন্যায় নওগাঁ জেলার পোরশা উপজেলা রাজস্ব প্রশাসন কর্তৃক বণার্ঢ্য ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২২।

    দেশব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’ উৎযাপন উপলক্ষে ১৯ মে- ২৩ মে ২০২২ পর্যন্ত উপজেলা প্রশাসন, পোরশা কর্তৃক সেবা বুথের মাধ্যমে নিম্নোক্ত সেবাসমূহ প্রদান করা হবেঃ

    ১) অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ২ নং রেজিস্টারে অন-লাইন রেজিস্ট্রেশন;
    ২) ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত কার্যক্রম;
    ৩) ই-নামজারির আবেদন গ্রহণ;
    ৪) নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান;
    ৫) খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষনিক ভাবে তা সরবরাহ;

    পোরশা উপজেলা প্রশাসন, ভূমি সেবা গ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য যথাযত ব্যাবস্থা নিয়েছেন এবং সেবা গ্রহণ কামনা করছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ