• খেলা

    পলাশে নিগার সুলতানা ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ২:৩৮:৩৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ হাবিবুর রহমান হাবিব-পলাশ নরসিংদী প্রতিনিধি:

    আসন্ন বিশ্বকাপ ফুটবল, কাতার ২০২২ কে সামনে রেখে সারা দেশেই ফুটবল প্রেমিরা মেতে উঠেছে। তেমনি ভাবেই পলাশ উপজেলার ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রী কলেজ মাঠে,টেঙ্গর পাড়া যুব সংঘ কর্তৃক আয়োজন, করা হয় নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্ট ২০২২। টুর্নামেন্টের ফাইনাল খেলার অংশগ্রহণ করেন ভাই বন্ধু একাদ বনাম খালিসকার টেক জীবন ক্লাব। দুই দলই বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে উপস্থিত হন।মাঠের চারপাশ ঘিরে হাজার দর্শকদের আনন্দে উল্লাসে মেতে উঠেছিল সারা মাঠ, খেলাও বেশ আক্রমনাত্মক হয়, টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলার প্রথম অধ্যায়ই উজ্জীবন ক্লাবকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায় বিদেশী খেলোয়াড় দারুছ। খেলার দৃতীয় আর্ধ শুরু হতে না হতেই গোল পিপাসায় মরিয়া ঘোড়াশাল ভাই বন্ধু একাদশ এর খেলোয়াড় রোহান ১গোল করে খেলা সমতায় ফিরিয়ে নিয়ে আসে।পরে খেলার শেষ প্রান্তের অতিরিক্ত ৩মিনিটে আরেক গোল করেন জীবন ক্লাবের লাইনে থাকা বাংলাদেশের খেলোয়াড় আব্দুল্লাহ। শেষপর্যন্ত ২/১গোলে ঘোড়াশাল ভাই-বন্ধু ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খালিসকার টেক জীবন ক্লাব।খেলার প্রধান অতিথিঃজনাব আল-মুজাহিদ হোসেন তুষার, মেয়র গোরাশোল পৌরসভা। সভাপতিঃজনাব এস এম মান্নান,দপ্তর সম্পাদক পলাশ উপজেলা আওয়ামী যুবলীগ। বিশেষ অতিথিঃজনাব মোঃ ইলিয়াস হোসেন, ইনচার্জ, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি। উদ্বোধকঃজনাব মোঃ ইলিয়াস হোসেন, অফিসার ইনচার্জ, পলাশ থানা নরসিংদী। খেলা শেষে চ্যাম্পিয়, রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন খেলার প্রধান অতিথিঃজনাব আল-মুজাহিদ হোসেন তুষার, মেয়র ঘোড়াশাল পৌরসভা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ