• ঢাকা বিভাগ

    পলাশে অসহায় কৃষকদের আহাজারি দেখার কেউ নেই

      প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২২ , ৪:৪৯:১২ প্রিন্ট সংস্করণ

    আজিজুল হক-নরসিংদী প্রতিনিধি:

    কান্দাপাড়া নাজমুলের ইট ভাটা থেকে সরজমিনে পরিদর্শনকালে বাস্তব চিত্রটি সংগ্রহ করা হলো। এইখানে সেই প্রজেক্টটি চলে আসছিল প্রায় দুই বছর ধরে। জমির পরিমান প্রায় ১২ বিঘার মতো। এতো বড় প্রকল্পটি অত্র এলাকার মানুষের খাদ্যের অভাব পুরন করতো। আজ বাস্তব চোখে দেখা দৃশ্যটি করুন অবস্থায়। মানুষের আহাজারি কান্নায় তাদের দিন কাটে। কিছু সংখ্যক মাস্তান কৃষকদের জমির মাটি কেটে নিচ্ছে।

    তাদের নিরাশ করা হচ্ছে। গরীব কৃষক হিসেবে প্রতিবাদও করতে পারছে না বরং কৃষকদেরকে হুমকি-ধামকি দিয়ে উপরের অফিসারদের কাছে নিয়ে যায়। বলে আমরা যা বলি তাই অফিসারদের কাছে বলতে হবে 1 নং ওয়ার্ড মেম্বার মোঃ ফরহাদ হোসেন ভেকু দিয়ে কৃষকদের জমির মাটি কেটে নেয়। লরি দিয়ে মাটি নেওয়া হয়। প্রতিবাদ করলেই হুমকি-ধামকি দেয় সাধারণ কৃষকরা বলতে পারেনা শুধু চোখের পানি ফেলা ছাড়া তাদের আর কিছুই করার নেই

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ