• Uncategorized

    পটুয়াখালী জেলায় হোটেল হিলটনে ডার্চবাংলা ব্যাংকে অগ্নীসংযোগ। 

      প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৬:৫০:৫০ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী  জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার লঞ্চঘাট সংলগ্ন হোটেল হিলটনের ৩ তলায়  ডাচ বাংলা ব্যাংক পটুয়াখালী শাখায় দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    ৯৯৯ এ খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় একঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডে ব্যাংকের সার্ভার কক্ষ সম্পূর্ণ পুড়ে যাওয়াসহ বেশ কয়েকটি কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।অগ্নিকাণ্ডের পর ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক জানান, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ব্যাংকের সার্ভার কক্ষে ব্যাটারি বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

    অগ্নিকাণ্ডের পরে ব্যাংকে প্রবেশ করে ব্যাংকে থাকা অগ্নি নির্বাপন যন্ত্রগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল বলে দেখতে পেয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক জানান মোঃ জাকির হোসেন জানান, অগ্নি নির্বাপন যন্ত্রগুলো নবায়নের জন্য আগেই বলা হয়েছিল।

    ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও লকডাউন এর কারণে ঢাকা থেকে কারিগর আসতে পারেননি। বছর দুয়েক আগে ওই শাখাতেই অগ্নিকাণ্ডে সার্ভারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

    এবিষয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃফিরোজ আহম্মেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে আসি এবং ব্যাংকের সকল কর্মকর্তা, কর্মচারীকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছি।এবং১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়, এমনটাই জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ